গোপনীয়তা ও নীতিমালা
কপিরাইট নীতি
(১) সাওদা কেয়ার এই ওয়েবসাইট এ প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্বাধিকারী কেবল মাত্র সাওদা কেয়ার। এই সাইটে প্রকাশিত কোন পোষ্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ । তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্ট এর অংশ বিশেষ কপি করে প্রকাশ করা যাবে ।
(২) সাওদা কেয়ার এ প্রকাশিত ব্লগ পোস্ট গুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা অথবা ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয় । সে ক্ষেত্রে কোন কোন পোষ্ট কখনো কাকতালীয় ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে । মূল কন্টেন্ট যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতাকে অবহিত করুন ।
গোপনীয়তা নীতি
(১) সাওদা কেয়ার ওয়েবসাইট এ আপনার প্রকাশ করানো যে কোন তথ্য যেমন নাম, ইমেইল, মোবাইল নাম্বার, ওয়েবসাইট লিংক ও বাক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয় কিন্তু তা ১০০% সুরক্ষার নিশ্চয়তা সাওদা কেয়ার দেয়না।
(২) আমরা বিজ্ঞাপন সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্র্যাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যাবহার করে থাকি। আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যানালিটিক্সের) সাথে আপনার সাইট ভিজিটের তথ্য ও সাইটে আপনার দ্বারা প্রবেশ করানো ইনফর্মেশন শেয়ার করে থাকি।
(৩) এই ওয়েবসাইট এর সকল কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত নয় । ক্ষেত্র বিশেষে বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য উপযুক্ত কোড ব্যবহার করতে হতে পারে ।
কমেন্ট পলিসি
(১) সাওদা কেয়ার এর যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা ভিডিও বা পেইজে কোন বিষয়ে নিজের ভালো লাগার অনুভূতি ব্যক্ত বা গঠন মুলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন ।
(২) কমেন্টে সকল ধরনের অসালিন, ও আক্রমণাত্মক বাক্যের ব্যবহার নিষিদ্ধ ।
সাওদাকেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url