কোন খাবার খেলে ত্বক ফর্সা হয়

উজ্জ্বল চকচকে ফর্সা ত্বক কে না চায় । উজ্জ্বল চকচকে ত্বকের জন্য প্রয়োজন ভেতর থেকে পুষ্টির । প্রয়োজনীয় পুষ্টি পেলেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল চকচকে। বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ঘরের বাইরে যেতে হয়। ঘরের বাইরে বের হলেই রোদ ধুলাবালি আর দূষণ। যার প্রভাব পড়ে আমাদের ত্বকের উপর।ফলে ফর্সা ত্বক ও অনেক সময় কালচে হতে শুরু করে।

সঠিক যত্ন না নেওয়ার কারনে , সঠিক খাবার না খাওয়ার কারনে আমরা দিন দিন হারিয়ে ফেলি আমাদের উজ্জ্বল ফর্সা তক। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য সঠিক যত্নের পাশাপাশি খেতে হবে সঠিক খাবার। বেশ কিছু খাবার আছে যেগুলো আমাদের ত্বকের উজ্জ্বলতাকে ধরে রাখতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক।

পোষ্ট সূচিপত্র 

যে সকল ফল খেলে ত্বক ফর্সা হয়

কমলা, মাল্টা, আমলকী, আপেল , তরমুজ , লিচু এ সকল ফল ত্বকের মসৃণতা ও উজ্জ্বলতা বাড়াতে খুব কার্যকরী। আমলকি হল ভিটামিন সি এর একটি শক্তিশালী উৎস যা শরীরের কোলোজেন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্বক ভালো রাখার জন্য কলা অনেক উপকারী। এতে আছে ভিটামিন এ যা স্বাস্থ্যের জন্য উপকারী সাথে এটি ত্বকের মলিনতা দূর করতেও বেশ কার্যকরী।

ভিটামিন এ এর আরো একটি চমৎকার উৎস হচ্ছে পাকা পেঁপে। এতে প্রচুর পরিমাণে রয়েছে পেপাইন যা ত্বককে হাইড্রেট করে। ত্বক কে করে তুলে দাগ মুক্ত। লাল রংয়ের ফল যেমন টমেটো , তরমুজ , স্ট্রবেরি , আপেল , ডালিম এগুলোতে আছে লাইকোপেন রিচ নামক এক ধরনের উপাদান যা আমাদের ত্বককে রোদে পোড়া হাত থেকে রক্ষা করে।

ড্রাই ফল ত্বক ফর্সা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

কাঠ বাদাম , কাজু বাদাম , চিনা বাদাম , কিসমিস , খেজুর , আখরোট এই সব খাবার স্বাস্থ্য ও ত্বকের জন্য বেশ উপকারী। এই সব খাবারে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন ,মিনারেল , এন্টিঅক্সিডেন্ট ,ও ওমেগা 3 ফ্যাটি এসিড যা ত্বকের কোলাজেন বাড়ায়ে দেয়। ত্বককে কোরে তুলে সুন্দর ও লাবণ্যময় ।

ফাইবার সমৃদ্ধ খাবার বাড়াবে ত্বকের উজ্জ্বলতা

ফাইবার সমৃদ্ধ খাবার বাড়াবে ত্বকের উজ্জ্বলতা। চিয়া সিডস, তোক্দামনা, ইউসুফগুলের ভুষি তিসিবীজ ,মটরশুঁটি এসব খাবারে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। প্রতি রাতে এক গ্লাস পানিতে এক চামুচ চিয়া সিডস অথবা তোকমা দানা ভিজিয়ে রেখে পরদিন সকালে এক চামুচ ইউসুফ গুলের ভুসি মিশিয়ে খেলে আপনার পেট ও শরীর দুটিয় ভাল থাকবে। সেই সাথে দিন দিন বেড়ে যাবে আপনার ত্বকের উজ্জলতা।

সবুজ শাকসবজি খেলে ত্বক ফর্সা হয়

ত্বক ফর্সা করতে সবুজ শাকসবজি খুব কার্যকারী। পালংশাক, ব্রকলি, পেঁয়া্জকলি, মটরশুঁটি , শসা খেলে আপনার ত্বক প্রাকৃতিকভাবেই ভেতর থেকে পুষ্টি পাবে। শশাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট , ভিটামিন সি , ভিটামিন কে যা ত্বককে রাখে হেলদি ও গ্লোইং। নিয়মিত শসা খেলে আপনার ত্বক হবে মসৃণ ও কোমল এবং আপনার ত্বক বয়সের ছোপ থেকে রক্ষা পাবে।

ত্বক ফর্সা করতে গাজরের কোন জুড়ি নেই। নিয়মিত গাজর খেলে ত্বক ফর্সা হয়। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা ত্বকে টিস্যু মেরামত করে এবং ক্ষতিকর সূর্য রশি থেকে ত্বককে রক্ষা করে। যার ফলে ত্বক হয়ে উঠে টানটান ও মসৃণ।

মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন ই যা ত্বককে ফর্সা করে তোলে। ভিটামিন সি ত্বকের কোলোজেন বাড়িয়ে ত্বককে বয়সের ছোপ থেকে রক্ষা কপ। যার ফলে ত্বকে মসৃণতা বজায় থাকে। নিয়মিত মিষ্টি আলু খেলে আপনার ত্বক থাকবে মসৃণ ও কমল।

ঘরে থাকা মশল্লা বাড়িয়ে দিবে আপনার ত্বকের উজ্জ্বলতা

দারুচিনি , লবঙ্গ , এলাচ , তেজপাতা , আদা , জিরা এসব মসল্লা শরীরের জন্য খুব উপকারী। এইসব মসল্লায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। রক্তের সঞ্চালন বাড়াতেও সহায়তা করে এসব মসল্লা।
এসব মসল্লা নিয়মিত খেলে ত্বক দিন দিন টানটান ও ফর্সা হয়ে ওঠে।

জিরা ও মৌরিতে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে জমে থাকা দূষিত উপাদান দূর করতে সাহায্য করে। এসব মসলা ওজন কমাতেও বেস কার্যকরী। এক গ্লাস মৌরি ফুটানো গরম পানিতে এক চামচ জিরা গুঁড়া মিশিয়ে খেলে যেমন ভাবে আপনার মেদ কমবে ঠিক তেমনি ভাবে আপনার ত্বককে ফর্সা করে তুলবে।

আদা অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর এবং ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে ত্বক হয় সুস্থ ও উজ্জ্বল। সকালে আদা পানি ফুটিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। অথবা আদা ও লেবুর রস মিশিয়ে চা পান করতে পারেন। এ ধরনের পানীয় স্বাস্থ্য ও ত্বকের জন্য খুব ভালো।

দুধ ডিম খেলে বেড়ে যাবে ত্বকের উজ্জ্বলতা

দুধ ও দুগ্ধ জাত খাবার যেমন মিষ্টি দই  ,টক দই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান দেয়। টক দই ত্বককে শুষ্কতা হওয়ার হাত থেকে রক্ষা করে। নিয়মিত দুধ পান করলে ত্বক দিন দিন উজ্জ্বল ও ফর্সা হয়ে ওঠে।

নিয়মিত ডিম খেলে ত্বক থাকবে উজ্জ্বল। প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে সালফার যা কোলোজেন উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেয়। যার ফলে ত্বক থাকে উজ্জ্বল ফর্সা। নিয়মিত দুধ ডিম খেলে ত্বক হয়ে উঠবে দিন দিন ধবধবে ফর্সা।

ত্বক ফর্সা করতে রয়েছে গ্রিন টির ভূমিকা

গ্রিন টি যেমন প্রদাহরোধী তেমনি এটি বার্ধক্য রোধী । এতে আছে ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে করে তোলে তারুণ্যময় ও উজ্জ্বল  ফর্সা। নিয়মিত গ্রিন টি পান করার ফলে আপনার শরীরের অতিরিক্ত মেদ ও কমবে এবং আপনার ত্বককে করে তুলবে ধবধবে ফর্সা।

ত্বক ভালো রাখতে পানির কোন বিকল্প নেই

ত্বক ভালো রাখার জন্য পানির ভূমিকা অপরিসীম। আমাদের সকলকে পর্যাপ্ত পানি পান করতে হবে।
প্রতিদিন কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে। পানি ত্বকের ভাঁজ দূর করার পাশাপাশি শরীরে চিনি জমতে দেয় না। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার ফলে শরীর থাকে সুগার ফ্রি।

পানি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় এবং আমাদের শরীরে রক্ত সরবরাহ সচল রাখতে সহায়তা করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে ত্বক থাকে সজীব ও কোমল। পর্যাপ্ত পানি পান করার ফলে ত্বকে ব্রনের উপদ্রব কম থাকে। যার ফলে ত্বক থাকে দাগ মুক্ত।

শেষ কথা

মনে রাখবেন আমরা যখন যা খাই তার পুরোপুরি প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। তবে কোনো খাবারই রাতারাতি ত্বকের পরিবর্তন করবে না। তাই ত্বককে সুন্দর রাখার জন্য , স্বাস্থ্য উজ্জল রাখার জন্য খাবার গুলো আমাদের নিয়মিত খেতে হবে। মনে রাখতে হবে ত্বকে নিয়মিত পুষ্টির প্রয়োজন।

প্রখর রোদ এড়িয়ে চলতে হবে। অবশ্যই রোদে বের হওয়ার সময় ত্বকে ভালো ব্র্যান্ডের সানব্লক ক্রিম এপ্লাই করতে হবে।বাকি রইল ঘুম। অবশ্যই আমাদের মনে রাখতে হবে ত্বককে ভালো রাখার জন্য , ত্বককে সুস্থ্য রাখার জন্য , ত্বককে প্রাণবন্ত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাওদাকেয়ার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url